পীরগঞ্জে নদীরপাড় বাসীর আকুতি ঘর গুলি ভাংগি গেলে পরিবার নিয়ে কোনটে যামো,কোনটে থাকমো ? 211 0
পীরগঞ্জে নদীরপাড় বাসীর আকুতি ঘর গুলি ভাংগি গেলে পরিবার নিয়ে কোনটে যামো,কোনটে থাকমো ?
মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর):
ভাই ঘর গুলি যে কোন সময় ভেঙ্গে পড়বার পাড়ে । ঘর গুলি ভাংগি গেলে পরিবার নিয়ে কোনটে যামো,কোনটে থাকমো ? কাজ করি যে আয় হয়,সেটা দিয়ে সংসারই চালাতে পারিনা। অন্যটে জমিই বা কিনবো কি করি আর ঘরই বা তুলমো কি করি ? অনেকটাই ব্যাথিত কন্ঠে এ কথা গুলো বলেন,রংপুরের পীরগঞ্জ পৌরসভাধীন আখিরা নদী পাড়ে বসবাসরত আলাউদ্দিনের পুত্র রুবেল মিয়া । ব্যথিত কন্ঠে একই প্রতিক্রিয়া নদীপাড়ের বসবাসরত সকলের ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,পীরগঞ্জ উপজেলা সদরের পৌরসভাধীন আখিরা নদীর ব্রীজ সংলগ্ন দক্ষিন পার্শে নদীর কোল ঘেসে ১১ টি পরিবারের বসবাস । যারা অনেকেই ভূমিহীন আবার অনেকের কিঞ্চিত নিজস্ব জমি রয়েছে । তারা দীর্ঘ দিন ধরে নদীর পাড় সংলগ্ন স্থানে ঘর নির্মান করে পরিবার নিয়ে কষ্টকর জীবন যাপন করে আসছেন । তাদের বসতবাড়ী নদী গর্ভে বিলিনের শংকা তাদের প্রতিনিয়ত তাড়া করছে । কিš‘ তারা অসহায় । অন্যত্র বসতবাড়ী স্থানান্তরের তাদের নেই কোন সামর্থ ।
এদিকে সাম্প্রতিক সময়ে প্রবল বর্ষনে নদীটির পানি বৃদ্ধি পাওয়ায় উক্ত বসতবাড়ী সংলগ্ন স্থানে নদীর পাড় ভেঙ্গে যাওয়া অব্যাহত রয়েছে । তাই নদীপাড় সংলগ্ন উক্ত স্থানে বসবাসরত শহিদুল ইসলাম,আলাউদ্দিন,রুবেল মিয়া,তাহেদুল ইসলাম,মফিজ উদ্দিন সহ ১১ টি পরিবারের বসতবাড়ী হুমকীর মুখে পড়েছে । তাদের ধারণা যে কোন সময় নদী গর্ভে বিলিন হতে পারে তাদের বসতবাড়ী। হয়ে পড়তে পারে আশ্র্য়হীন । তাই পরিবার গুলো এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ।